Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

১। ব্রিডিং ডিসিপ্লিনের মাধ্যমে নতুন জাত উদ্ভাবনের কাজ চলমান আছে।

২। কৃষি তাত্ত্বিক কার্যক্রমের মাধ্যমে গাছ থেকে গাছের দুরত্ব এবং সারি থেকে সারির দুরত্ব-এ কার্যক্রম চলমান আছে।

৩। বিভিন্ন সারের ব্যবহারের মাত্রা যাচাই করে মাঠে প্রয়োগের কার্যক্রম চলমান আছে।

৪। সম্প্রসারিত তুলা চাষ (ফেজ-১) এর মাধ্যমে পুরাতন অফিস ভবন মেরামতের কার্যক্রম চলমান অবস্থায় আছে।

৫। রেইছা, কাউখালী ও মাটিরাঙ্গা, খাগড়াছড়ি উপকেন্দ্র সমূহে জিনিং কার্যক্রম চলমান অবস্থায় আছে।

৬। গবেষণার মাঠে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণের লক্ষ্যে গতানুগতিক প্রযুক্তির পাশাপাশি স্থানীয় কিছু প্রযুক্তি প্রয়োগের কাজ চলমান আছে।

৭। পার্বত্য এলাকায় পতিত জমিতে পাহাড়ী শিমুল ও দেশী শিমুল চারা রোপণের জন্য চারা উৎপাদন করে সর্বস্তরে বিতরণের কাজ চলমান আছে।

৮। গবেষণার ফার্মে অব্যবহৃত স্থানে ২,০০০ (দুই হাজার) টি হাইব্রিড পেপে চারা রোপণের মাধ্যমে চাষাবাদ কার্যক্রম চলছে।